Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৬৭ সনে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে অত্র বন বিভাগ গঠিত। নতুন জেগে উঠা চরভূমি প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হওয়ায় ১৯৭২ সনের বন  আইনের ৪নং ধারা অনুবলে গেজেট  নোটিফিকেশন নং ১/ফর-৮৩-৭৫/৫৩৯ তাং-২৪.০৩.১৯৭৭ খ্রি: মূলে উপকূলীয় এলাকায় নতুন জেগে উঠা ৪৫০০০০.০ একর চরভূমি নোয়াখালী বন বিভাগের অনুকূলে প্রপ্তাবিত সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্মারক নং-পবম(শা-৩)৭/৯৭/৮৩০ তাং-৩০.১৯.৯৯; পবম(শা-৩)৭/৯৭/৮৩১ তাং-৩১.০৯.৯৯ খ্রি: এবং পবম(শা-৩)৭/৯৭/৮৩২ তাং-৩০.০৯.৯৯ খ্রি: মূলে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ৩৮০০০০.০, ২০০০০.০ ও ৫০০০০.০ একর নতুন জেগে উঠা চর ভূমিকে সংরক্ষিত বন ঘোষণার নিমিত্তে অতিরিক্ত জেলা  প্রশাসক (রাজস্ব)কে ফরেষ্ট সেটেলমেন্ট অফিসার নিয়োগ করা হয়। ঘুনিঝড় ও জলোচ্ছাসের কবল থেকে উপকূলীয় এলাকায় বসবাসকারী অধিবাসীদের জানমাল রক্ষার জন্য সমুদ্র বা নদীবক্ষে জেগে উঠা নতুন চরে বিভিন্ন প্রকল্পের আওতায় ১৯৬৭ সন হতে অদ্যবধি ম্যানগ্রোভ, নন-ম্যানগ্রোভ, বাঁধ ও সড়ক বনায়ন সৃজন করা হচ্ছে।