"উপকূলীয় বিভাগ, নোয়াখালী কর্তৃক সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চুক্তিনামা (দলিল) বিতরণ"
অদ্য ১৫/০১/২০২২ খ্রি. পূর্ব চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সুবর্ণচর উপজেলা এসএফপিসি, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী কর্তৃক সিডিএসপি- ব্রিজিং, বন অধিদপ্তর অঙ্গ প্রকল্পের অর্থায়নে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়নের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে সৃজিত ১৫.০ সিডলিং কিলোমিটার স্ট্রীপ, ৮.০ সিডলিং কিলোমিটার খালপাড় এবং ৫ সিডলিং কি.মি. বাঁধ বাগানের মোট ৩৫০ জন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা (দলিল) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: ফরিদ মিঞা, বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী মহোদয় এবং সভাপতিত্ব করেন জনাব চৈতী সর্ববিদ্যা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী মহোদয়। জনাব মো: মোশাররফ হোসেন উপজেলা বন কর্মকর্তা, সুবর্ণচর, নোয়াখালীর সঞ্চালনায় উক্ত বক্তব্য রাখেন জনাব আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), জনাব বেলায়েত হোসেন, চেয়ারম্যান, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ, আবুল বাসার, ইউপি সদস্য, সাংবাদিক আব্দুল বারি বাবলু সহ উপকারভোগীবৃন্দ। বিভাগীয় বন কর্মকর্তা জানান যে, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী একদিকে যেমন সামাজিক বনায়নের মাধ্যমে হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন হচ্ছে অপরদিকে উক্ত বন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে উপকূলীয় জনগণের জানমাল রক্ষা করছে। এছাড়াও বিভাগীয় বন কর্মকর্তা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস