সুবর্ণচরে দুর্লভ প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকালে উপজেলা পরিষদ চত্তরে শকুনটি অবমুক্ত করা হয়। সুবর্ণচর থেকে আপন নীড়ে মুক্ত আকাশে উড়ে যায় বিপন্ন প্রজাতির বিশ্ববিখ্যাত প্রাণীটি।
উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা, মোঃ ফরিদ মিঞার সার্বিক দিক-নির্দেশনায় গত (৩০শে ডিসেম্বর) বুধবার হাতিয়া উপজেলার ইসলামপুর বাজারের মহাব্বত আলী নামের এক ব্যক্তির নিকট থেকে অসুস্থ অবস্থায় শকুনটি উদ্ধার করে চরবাটা রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক সরদার। এরপর অসুস্থ প্রাণীটিকে ৭ দিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর আজ শকুনটি অবমুক্ত করে বন বিভাগের কর্মকর্তারা।
এই শকুনটি আইইউসিএন (International Union For Conservation of Nature) এর লাল তালিকাভুক্ত যা দুর্লভ প্রজাতির প্রাণী।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা,সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো.মোশাররফ হোসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস